চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাহাবাজকান্দি নামক স্থানে গরুবাহী টমটম নিয়ন্ত্রণ হারিয়ে সেচ ক্যানেলে উল্টে পড়ে গেছে। এ ঘটনায় ৪ টি গুরুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলার সাহাবাজকান্দি এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতি অবস্থায় হঠাৎ করে গরুবাহী টমটমটি ক্যানেলে পড়ে যায়। টমটমের তলে পড়ে গেলে ৪ টি গরু পানিতে ডুবে মারা যায়। ৫ টি গরু বাচানো গেলেও ৪ টি মারা গেছে।
টমটম চালক আঃ জব্বার চাঁদপুর টাইমসকে বলেন, আমি গাড়ি চালাচ্ছিলাম। হঠাৎ করে সামনের চাকা পাঞ্জার হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। এরমধ্যেই গাড়িটি ক্যানেলে পড়ে যায়। কোন মানুষ হতাহত হয়নি।
গরুর মালিক নীল চান জানান, আজকে শহরমালী গরুর হাট। ওই হাটে বিক্রির জন্য ৯ টি গরু নিয়ে রওনা হয়েছিলাম। হঠাৎ দুর্ঘটনায় ৪ টি গরু মারা গেল। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক, ২৮ মার্চ ২০২২