চাঁদপুরের মতলব -ঢাকা সড়কের যাত্রীবাহী বাসে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত আদালতের অভিযান চালানো হয়।অভিযানে ৪ টি বাস, ২ টি মোটরসাইকেল চালককে ৩২ হাজার ৫’শ টাকা জরিমানা এবং রেজিষ্ট্রেশন ও লাইসেন্স না থাকায় একটি ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুমতাহিনা পৃথুলা।
যাত্রীবাহী বাসে অদক্ষ চালক ও ফিটনেস বিহীন হওয়ায় সড়ক পরিবহন আইন ২০১৮ ধারায় মতলব-ঢাকা সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহনের ৪ টি বাস ও দুটি মোটরসাইকেল চালককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গত কয়েকমাসে এ সড়কে একাধিক বাস দুর্ঘটনা প্রাণহানির ঘটনাও ঘটেছে। ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ অদক্ষ চালক ও ফিটনেস বিহীন গাড়ীর কারনে প্রতিনিয়ত এ দুর্ঘটনা ঘটছে।
সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, দুর্ঘটনা কমানো এবং চালক ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আগামী দিনগুলোতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur