Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে জেএসসি ও জেডিসিতে এ’ প্লাস ৩২৭
Motlob Dokkhin
প্রতীকী

মতলবে জেএসসি ও জেডিসিতে এ’ প্লাস ৩২৭

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অস্টম শ্রেণির জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষার ফলাফল সন্তোষজনক হয়েছে।

জে.এস.সি’তে ৩০ টি বিদ্যালয়ের ৩ হাজার ৮শ ১৭ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩ হাজার ৬শ ৯৯ জন। গড় পাসের হার ৯৬.৯০%।

জি.পি.এ- ৫ পেয়েছে ৩শ ৪ জন। জে.ডি.সি পরীক্ষায় ১৬ টি মাদ্রাসায় ৮শ ৪৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭শ ৯১ জন। গড় পাসের হার ৯৩.৮৩%। জি.পি.এ- ৫ পেয়েছে ২৪ জন। ৪৬ টি স্কুল ও মাদ্রাসার মধ্যে শতভাগ পাস করেছে ১১ টিতে। ৮ টি স্কুল ও ৩ টি মাদ্রাসা।

জে.এস.সি’তে কাচিয়ারা উচ্চ বিদ্যালয়ে ৫৯ জনের মধ্যে পাস করেছে ৫৮ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৫ জন। গড় পাসের হার ৯৮.৩০। মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩০৫ জনের মধ্যে পাস করেছে ৩০২ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৫৮ জন।

গড় পাসের হার ৯৯.০২। বরদিয়া কাজী সুলতান আহম্মেদ উচ্চ বিদ্যালয়ে ১৪২ জনের মধ্যে পাস করেছে ১৩৮ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৪ জন। গড় পাসের হার ৯৭.১৮।

মুন্সীরহাট উচ্চ বিদ্যালয়ে ২০৯ জনের মধ্যে পাস করেছে ২০৮ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৯ জন। গড় পাসের হার ৯৯.৫২।

কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪৮ জনের মধ্যে পাস করেছে ৪৭ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ১ জন। গড় পাসের হার ৯৭.৯১।

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৪০৭ জনের মধ্যে পাস করেছে ৪০২ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৭৬ জন। গড় পাসের হার ৯৮.৭৭।

আধারা উচ্চ বিদ্যালয়ে ১২০ জনের মধ্যে পাস করেছে ১০৪ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৪ জন। গড় পাসের হার ৮৫.৮৩।

নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ে ১৩১ জনের মধ্যে পাস করেছে ১১৯ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ১ জন। গড় পাসের হার ৯০.৮৩।

কাশিপুর পুরন উচ্চ বিদ্যালয়ে ১১৩ জনের মধ্যে পাস করেছে ১০৮ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৪ জন। গড় পাসের হার ৯৫.৫৭।

আদর্শ স্কুল মতলব ৬৬ জনের মধ্যে পাস করেছে ৬৬ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৪ জন। গড় পাসের হার শতভাগ। নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে ১৯৫ জনের মধ্যে পাস করেছে ১৯২ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৯ জন। গড় পাসের হার ৯৮.৪৬।

আচলছিলা উচ্চ বিদ্যালয়ে ৯১ জনের মধ্যে পাস করেছে ৯১ জন। গড় পাসের হার শতভাগ।

কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে ১৯৯ জনের মধ্যে পাস করেছে ১৮৯ জন। গড় পাসের হার ৯৮.৪৩। লাকশিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে ১১০ জনের মধ্যে সবাই পাস করেছে। জি.পি.এ- ৫ পেয়েছে ৩৩ জন।

গড় পাসের হার শতভাগ। আশি^নপুর উচ্চ বিদ্যালয়ে ১৫৮ জনের মধ্যে পাস করেছে ১৩৯ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৮ জন। গড় পাসের হার ৮৭.৯৭।

বহরী উচ্চ বিদ্যালয়ে ৮৩ জনের মধ্যে পাস করেছে ৮২ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৩ জন। গড় পাসের হার ৯৮.৭৯। হযরত শাহ্জালাল উচ্চ বিদ্যালয়ে ২০৫ জনের মধ্যে পাস করেছে ২০৪ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৭ জন। গড় পাসের হার ৯৯.৫১।

নওগাঁও উচ্চ বিদ্যালয়ে ৯৪ জনের মধ্যে পাস করেছে ৯৩ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৫ জন। গড় পাসের হার ৯৮.৯৩। দগরপুর আব্দুল গণি উচ্চ বিদ্যালয়ে ৯৬ জনের মধ্যে পাস করেছে ৯৫ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৬ জন। গড় পাসের হার ৯৮.৯৫।

বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ১০৫ জনের মধ্যে পাস করেছে ১০৫ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৫ জন। গড় পাসের হার শতভাগ।

ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে ৯৮ জনের মধ্যে পাস করেছে ৯১ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ২ জন। গড় পাসের হার ৯২.৮৬।

পয়ালী কে.বি.এম উচ্চ বিদ্যালয়ে ১৩৭ জনের মধ্যে পাস করেছে ১২৪ জন। গড় পাসের হার ৯০.৫১।

বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে ৮৩ জনের মধ্যে পাস করেছে ৮০ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৩ জন। গড় পাসের হার ৯৬.৩৯। দিঘলদী এম.এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ে ৬৪ জনের মধ্যে পাস করেছে ৬৪ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ২ জন।

গড় পাসের হার শতভাগ। লামচরি উচ্চ বিদ্যালয়ে ৫৬ জনের মধ্যে পাস করেছে ৫৪ জন। গড় পাসের হার ৯৬.৪২। নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ে ১৭১ জনের মধ্যে পাস করেছে ১৬৬ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৭ জন। গড় পাসের হার ৯৭.০৭।

আদর্শ স্কুল ধনারপাড় ০৭ জনের মধ্যে পাস করেছে ০৭ জন। গড় পাসের হার শতভাগ।

ডিঙ্গাভাঙা নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ে ৮৩ জনের মধ্যে পাস করেছে ৭৩ জন। গড় পাসের হার ৯২.৪১।
আলহাজ¦ তাফাজ্জাল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে ১৪৪ জনের মধ্যে পাস করেছে ১৪৪ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৪১ জন। গড় পাসের হার শতভাগ।

১৬২নং নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ জনের মধ্যে পাস করেছে ৪৫ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৫ জন। গড় পাসের হার শতভাগ।
জে.ডি.সি’তে নন্দিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ৪৩ জনের মধ্যে পাস করেছে ৪৩ জন। পাশের হার শতভাগ।

কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৬৪ জনের মধ্যে পাস করেছে ৬১ জন। পাসের হার ৯৫.৩১।

নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসায় ৫৭ জনের মধ্যে পাস করেছে ৫৫ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৩ জন। পাসের হার ৯৬.৪৯।

ঘিলাতলী ফাজিল মাদ্রাসায় ৯৭ জনের মধ্যে পাস করেছে ৯৫ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৯৭.৯৩।

মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৭২ জনের মধ্যে পাস করেছে ৭২ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৬ জন। পাসের হার শতভাগ।

খর্গপুর ফাজিল মাদ্রাসায় ৭৮ জনের মধ্যে পাস করেছে ৭৪ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৫ জন। পাসের হার ৯৪.৮৭।

কাচিয়ারা জামালিয়া আলীম মাদ্রাসায় ৪৯ জনের মধ্যে পাস করেছে ৩৯ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ৮ জন। পাসের হার শতভাগ।

দক্ষিণ করবন্দ আল-আমিন দাখিল মাদ্রাসায় ৪৪ জনের মধ্যে পাস করেছে ৪১ জন।

পাসের হার ৯৩.১৮।

ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৮২ জনের মধ্যে পাস করেছে ৮০ জন। পাসের হার ৯৭.৫৬।

পূর্ব ধলাইতলী এ.জে.আই দাখিল মাদ্রাসায় ৩৯ জনের মধ্যে পাস করেছে ৩৭ জন। পাসের হার ৯৪.৮৭।

কালিকাপুর আদর্শ দাখিল মাদ্রাসায় ৬১ জনের মধ্যে পাস করেছে ৫৪ জন। পাসের হার ৮৮.৫২।

ধনারপাড় ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৮২ জনের মধ্যে পাস করেছে ৮০ জন। পাসের হার ৯৭.৫৬।

ঘোড়াধারী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২৯ জনের মধ্যে পাস করেছে ২৬ জন। জি.পি.এ- ৫ পেয়েছে ১ জন। পাসের হার ৮৯.৬৫।

দিঘলদী ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২৪ জনের মধ্যে পাস করেছে ২৩ জন। পাসের হার ৯৫.৮৩।

বদরপুর ও.এস দাখিল মাদ্রাসায় ৭২ জনের মধ্যে পাস করেছে ৬০ জন। পাসের হার ৮৩.৩৩।

নাগদা সুফি আহম্মেদ মহিলা দাখিল মাদ্রাসায় ০৯ জনের মধ্যে পাস করেছে ০৬ জন। পাসের হার ৬৬.৬৬ ও রসুলপুর আননিছা দাখিল মাদ্রাসায় ৩৩ জনের মধ্যে পাস করেছে ২৫ জন। পাসের হার ৭৫.৭৫।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক।। আপডটে, বাংলাদশে সময় ৬ : ০০ এএম, ৩০ ডিসেম্বর ২০১৬ শুক্রবার
ডিএইচ

Leave a Reply