মতলব দক্ষিণে হঠাত করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সর্বত্ব আতংক ছড়িয়ে পড়ে। তাই মতলবাসীকে ভয়ানক করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে উপজেলা প্রশাসন মতলব বাজারে লকডাউন শেষে পরবর্তী কর্মপরিকল্পনা নিয়ে জনপ্রতিনিধি,ব্যবসায়ী প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভার আয়োজন করে।
১৫ জুন সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
ইউএনও অফিস সূত্রে প্রকাশ,করোনা সংক্রমণ বিষয়ে সরকারের সকল স্বাস্থ্যবিধি মেনে মতলব বাজারের সকল দোকানপাট সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত খোলা,সকলকে অবশ্যই মাস্ক পরে বাজারে আসা, মতলব বাজারে প্রবেশপথের মেইন মেইন পয়েন্টে স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করা ও বাজারে প্রবেশ করার পূর্বে তাপমাত্রা মেশিন দিয়ে তাপমাত্রা মাপা এবং যদি স্বাভাবিক তাপমাত্রা থাকে তাহলে ওই ব্যক্তি বাজারে প্রবেশ করতে পারবে বলে উপজেলা পরিষদে করোনা প্রতিরোধ কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়
এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মুবিন সুজন প্রধান,মেয়র আওলাদ হোসেন লিটন, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত শারমিন, ওসি স্বপন কুমার আইচ, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, বণিক সমিতির সেক্রেটারী মোঃ ফয়সাল সরকার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসীন, কোষাদক্ষ মোঃ কামাল বেপারী,ক্রীড়া সম্পাদক আলমাছ প্রধানসহ স্বেচ্ছাসেবক দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৫ জুন ২০২০