বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পদ ফিরে পেলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শাখার আহবায়ক মিরাজ মাহমুদ জিসান। গত ১৮ নভেম্বর জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানা গেছে , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক চাঁদপুর জেলা শাখার অধীনস্থ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসানের সাংগঠনিক পদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এখন থেকে মিরাজ মাহমুদ জিসানের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ থাকছে না।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত অনুমোদন করেন।
উল্লেখ্য, বিগত ২০২৪ সালের ১৪ অক্টোবর মিরাজ মাহমুদ জিসানকে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক থেকে বহিষ্কার করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur