মতলব দক্ষিণ উপজেলায় চিরায়ূ বিসমিল্লাহ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার’ নামের একটি বেসরকারি হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।
১ জুন মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চিরাইও গ্রামে হাসপাতালটির উদ্বোধন করেন স্থানীয় চিকিৎসক জান্নাতুল ফেরদৌস।
নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কাকনের সভাপতিতেত্ব ও সাংবাদিক মাহফুজ মল্লিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন হাজীগঞ্জ উজেলার ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন মতলব প্রেসক্লাবের সভাপতি মোঃ ইকবাল হোসেন, সাবেক সভাপতি গোলাম সারওয়ার সেলিম,মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নারায়ণপুর পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জাহিদ খান বাবু। অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন সামেদ বকাউল সুমন তালুকদার, ডিঙ্গাভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তাফা মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক শরিফ তালুকদার।
হাসপাতালের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ১০ শয্যার ওই হাসপাতালে গরিব রোগীরা স্বল্প খরচে চিকিৎসাসেবা পাবেন। পরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
স্টাফ করেসপন্ডেট,১ জুন ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur