চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দিঘলদি মাস্টার বাজার এলাকা থেকে মঙ্গলবার দুপুরে ৩০ কেজি ওজনের ১৫ বস্তা (৪৫০ কেজি) ওএমএসের চাল জব্দ করা হয়। এছাড়া মাহফুজ চৌধুরীর ডিলারশীপটি বাতিল করেন ইউএনও ফাহমিদা হক।
জানা যায়, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ-খাদ্য অধিদপ্তর পরিচালিত খোলা বাজারে বিক্রির জন্য ওএমএসের মাধ্যমে এ বছর প্রত্যেক ডিলারকে প্রতিদিন ২ হাজার কেজি করে চাল দেওয়া হয়। এ উপজেলায় ৪ ডিলারকে দেওয়া হয় ৮ হাজার কেজি চাল। প্রতি ক্রেতাকে ৫ কেজি করে মোট ৪০০ ক্রেতার কাছে প্রতিদিন একজন ডিলার ওই চাল বিক্রি করার কথা। প্রতিদিন ১ হাজার ৬০০ ক্রেতার কাছে ওই ৮ হাজার কেজি চাল বিক্রি করার কথা চার ডিলারের।
মাস্টাররোল পদ্ধতিতে ক্রেতাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে ওই চাল বিক্রি করা হয়।
উপজেলার দিঘলদী এলাকার ওএমএসের ডিলার মাহফুজ চৌধুরী বিক্রির জন্য গত রোববার স্থানীয় খাদ্যগুদাম থেকে ২ হাজার কেজি চাল উত্তোলন করে বিক্রির জন্য মাস্টার বাজার এলাকার একটি ঘরে রাখেন। গতকাল সোমবার মাহফুজ চৌধুরীর পক্ষে মুসা নামের এক ব্যক্তি ক্রেতাদের কাছে ১ হাজার ৫৫০ কেজি চাল বিক্রি করে বাকি ৪৫০ কেজি (১৫ বস্তা) চাল ওই ঘরে রেখে দেন।
অবিক্রীত চালের বিষয়টি ওএমএস কমিটিকেও জানাননি। খবর পেয়ে ইউএনও ফাহমিদা হক ঘটনাস্থলে যান এবং অভিযান চালিয়ে অবিক্রীত ওই চাল জব্দ করেন।
ইউএনও ফাহমিদা হক জানান, জব্দ করা চাল উপজেলা খাদ্যগুদামে পাঠানো হয়েছে। চাল আত্মসাতের অভিযোগে ডিলার মাহফুজ চৌধুরীর ডিলারশিপের লাইসেন্সও বাতিল করা হয়।
প্রতিবেদক: মাহ্ফুজ মল্লিক, ২৭ সেপ্টেম্বর ২০২২