চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুন্সীরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে । এতে প্রায় ১৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ব্যবসায়ীদের। শুক্রবার সকাল আনুমানিক ৭ টায় মুন্সীরহাট মধ্য বাজারের নবীরের রঙ্গের দোকানে থাকা গ্যাস সিলিন্ডর বিস্ফোরণে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।
খবর পেয়ে মতলব ও চাঁদপুর জেলা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং স্থানীয় বাসিন্দাদের এক ঘন্টা চেষ্টার পর আগুনে নিয়ন্ত্রণে আনা হয়।
ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, শরীফের রঙের দোকান, মুক্তারের হার্ডওয়ারের দোকান, গণেশের স্বর্ণের দোকান, নবীরের হার্ডওয়ারের দোকান, বিল্লাল ও আলমের মুদি দোকান, হক ফার্মেসী, কুমিল্লার মিষ্টির ভান্ডার, একটি সেলুন ও মোহাম্মদ মনির হোসেন প্রধানের মার্কেটের কয়েকটি দোকানসহ ১৮ টি ব্যবসা প্রতিষ্ঠান।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী নবীর হোসেন, বিল্লাল হোসেনসহ একাধিক ক্ষতিগ্রস্তরা জানান, একাধিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হওয়ায় দ্রুত সময়ের মধ্যে আগুন মিলন চারদিকে ছড়িয়ে পড়ে। তবে আগুনের হাত থেকে দোকানের কোন মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। সব শেষ হয়ে গেছে। প্রতিটি দোকানের মালামাল ও অবকাঠামো পুড়ে শেষ। কিছুই রক্ষা করা যায়নি। প্রাথমিক ধারণা তাদের প্রায় ১৫কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিস কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, সকাল সাড়ে সাতটায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ১৫ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন তারা। তবে উৎসুক জনতার কারণে আগুণ নিয়ন্ত্রণে কাজ করতে হিমশিম খেতে হয় বলে জানান তিনি।
এদিকে ঘটনার দুই ঘন্টার পর মতলব দক্ষিণের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে অগ্নিকাণ্ড পরিদর্শন করেছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার আমজাদ হোসেন এবং মতলব প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এর দেড় মাস আগে মুন্সীরহাট বাজারে ভোর রাতে আরো একবার অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওইসময় সড়কের পশ্চিম পাশের প্রায় ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১১ এপ্রিল ২০২৫