মতলবে গৃহবধু নিখোঁজের ৭ দিনেও সন্ধান মিলেনি

কুলসুমা আক্তার নামে ২০ বছর বয়সী এক গৃহবধূ শ্বশুর বাড়ি থেকে নিখোঁজ হওয়ার ৭ দিনেও সনৃধান পাওয়া যায়নি। তার স্বামীর নাম শাহপরান মিয়াজী,গ্রাম বাবুর পাড়া,মতলব দক্ষিণ চাঁদপুর।

এ ব্যাপারে স্বামী শাহপরান মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি নিখোঁজ ডায়রী করেছেন।যার ডায়েরি নং ৬২৩, তারিখ ১৪ ফেব্রুয়ারী, ২০২৩।

স্বামী শাহপরান মিয়াজী বলেন, গত ১১ ফেব্রয়ারী সকাল ৬ টায় দশপাড়া গ্রামের ভাড়া থাকা শফিকের বাসা হইতে নিখোঁজ হয়।। আত্বীয় স্বজনসহ বিভিন্ন জায়গায় বহু খোজাখুজি করা হয়েছে। কোথাও খুজে না পাওয়া তিনি ( স্বামী) বাদী হয়ে মতলব দক্ষিণ থানা সাধারণ ডায়েরি করেন। কেউ তার সন্ধান পেলে নিন্মোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বামী শাহপরান মিয়াজী। ০১৮৬৮৩৩৪৩২৪

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২২ ফেব্রুয়ারি ২০২৩

Share