মতলব দক্ষিণ

মতলবে গুণীজনদের সন্মান দিয়ে সাংবাদিক ফেডারেশনের দৃষ্টান্ত স্থাপন

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক বলেছেন,মতলব দক্ষিণে গুনীজন সন্মাননা দিয়ে সাংবাদিক ফেডারেশন এক দৃষ্টান্ত স্থাপন করলো। এসব উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগে সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২২ জন কৃতি ব্যক্তিকে সম্মাননা দিয়ে এ সংগঠনটিরও সুনাম বৃদ্ধি পেয়েছে।

৫ মার্চ শুক্রবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্য ইউএনও ফাহমিদা হকে একথাগুলো বলেন। পরে পজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক গুনীজনদের মাঝে সন্মাননা ক্রেস্ট তুলে দেন।

উপজেলা সাংবাদিক ফেডারেশনের সভাপতি গোলাম হায়দার মোল্লার সভাপতিত্বে ও সাপ্তাহিক দীবাকণ্ঠের সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মুহাম্মদ জাকির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, তথ্য সেবা কর্মকর্তা তাসলিমা আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স লাইলী আক্তার, ইত্তেফাক সংবাদদাতা আক্তার হোসেন প্রমুখ।

এ সময় আমদের সময় প্রতিনিধি মাহফুজ মল্লিক, বাংলাদেশের আলো প্রতিনিধি আশরাফুল জাহান শাওলিন,প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী সুমনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে করোনা মহামারী সময়ে মুক্তিযোদ্ধা, সাংবাদিক, চিকিৎসক ও সরকারী কর্মকর্তা যাঁরা অগ্রণী ভূমিকা পালন করেছেন এমন ২২ জনকে সম্মাননাসহ ক্রেস্ট প্রদান করা হয়।

মতলব দক্ষিণ প্রতিনিধি,৫ মার্চ ২০২১

Share