মতলবে গাছের নিচে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে মাথার উপর গাছ পড়ে জামাল হোসেন আখন্দ (৫৫) নামের এক গাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ( ৮ জানুয়ারি) সকাল আনুমানিক সাড়ে দশটায় সিপাহি কান্দি গ্রামে এ ঘটনাটি ঘটে। সে ওই উপজেলার ছেংগারচর পৌরসভার আদুরভিটি গ্রামের মৃত সায়েদ আখন্দের ছেলে। স্থানীয় বাসিন্দা ও নিহত জামাল হোসেন আখন্দের স্বজনরা বলেন,সিপাহী কান্দী গ্রামের উত্তম নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে ১০ হাজার টাকা দিয়ে একটি মেহগনি গাছ ক্রয় করেন জামাল হোসেন আখন্দ।

পাঁচ জন শ্রমিক নিয়ে সকাল ১০টায় ওই গাছটি কাটার জন্য সিপাহি কান্দি যান তিনি। শ্রমিক আলী হোসেন বলেন,মেহগনি গাছটি কাটার আগে রশি দিয়ে গাছের কয়েকটি জায়গায় বেঁধে করাত ও কুড়াল দিয়ে গাছ কাটার কাজ শুরু করেন। হঠাৎ করে কাটা গাছটি জামাল হোসেন আখন্দের মাথার উপর পড়ে যায়।সাথে সাথে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

হাসপাতালের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ কৌশিক বলেন,জামাল হোসেন আখন্দকে নিয়ে আসার পর ইসিজি সহ কয়েকটি পরীক্ষা নীরিক্ষার পর দেখা যায় সে অনেক আগেই মারা গেছেন। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৮ জানুয়ারি ২০২৪

Share