চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গ্রামের মিয়াজী বাড়িতে খেলার ছলে ডোবার পানিতে ডুবে দুই ছেলে শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০২ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
নিহত দুই ছেলে শিশু হলো, উপজেলার দিঘলদী গ্রামের মিজান মৃধার ছেলে মিনহাজ (৩) ও একই গ্রামের মুক্তার মিজি হামজালা (৩)।
দিঘলদী গ্রামের বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী আল আমিন বলেন, মিনহাজ ও হামজালা সমবয়সী হওয়ায় তারা প্রায়ই এক সাথে খেলাধুলা করে। দুই শিশুর মা বাড়ির কাজে রান্নাঘরে ব্যস্ত ছিল। ওই সময় তারা বাড়ির ওঠোনে খেলছিল। খেলার ছলে বাড়ির সকলের অগোচরে ডোবার পানিতে পড়ে যায়।
অনেক খোঁজাখুঁজির পর তাদের এক পর্যায় খাদের মধ্যে থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরবর্তীতে দ্রুত আমি তাদেরকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত জানান। একই সাথে দুই পরিবারের দুই ছেলে শিশু পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. অনিমেষ চক্রবর্তী বলেন, দুই শিশুকে আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্ষার এই মৌসুমে পরিবারের আরো সচেতন হওয়া উচিত।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, পানিতে পড়ে দুই শিশুর মৃত্যুর বিষয়টি আমরা অবগত নই।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ জুন ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur