মতলবে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করে মতলব পৌর ১নং ওয়ার্ডে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (২ জানুয়ারি) বাদ আছর উত্তর বাইশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতলব পৌর ১ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠন আয়োজিত মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাফি উদ্দিন সরকারের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান,উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ, সিনিয়র যুগ্ম আহবায়ক জহিরুল হক জহির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান,উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান মিয়াজী প্রমুখ।
বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ শেষে ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়া করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২ জানুয়ারি ২০২৬