মতলবে খাদেরগাঁও ইউপি নিবাচনেরর তফসিল ঘোষণা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে। গত ৭ জুন নির্বাচনের তফসিল ঘোষনা করেন নির্বাচন কমিশনার।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ওই ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর আগে উপজেলা রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন,প্রার্থীতা যাচাই-বাছাই ৩০ জুন, প্রত্যাহারের শেষ তারিখ ৭ জুলাই এবং প্রতীক বরাদ্দ ৮ জুলাই। উল্লেখ্য,খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১৬ মে।এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১৬ হাজারের বেশি।

তবে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটার সংখ্যা বেশী। উপজেলা নির্বাচন অফিসার আবু জাহের ভূঞাঁ বলেন,খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম এর মাধ্যমে। এদিকে নির্বাচনের তফসিল ঘোষনার সংবাদ পেয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার প্রার্থী এবং সাধারণ ভোটারদের মাঝে উৎসবের আমেজ দেখা যায়।বিশেষ করে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহন হবে শোনে সাধারণ ভোটাররা অনেক খুশি।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৭ জুন ২০২২

Share