মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের বিপদের সময় যিনি পাশে থাকেন অথবা এগিয়ে আসেন তিনিই হলেন প্রকৃত মানুষ। মহান আল্লাহ তায়ালাও তাকে ভালবাসেন। নাম নাহিদ ওরপে রিফাত।বয়স মাত্র ১৬ বছর।
মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।৮/১০ টি ছেলের মত সেও হেঁসে খেলে আনন্দ উৎসবে লেখা পড়া করতো। হঠাৎ করে নাহিদের দেহে দেখা দেয় ভয়ানক রোগ, ব্লাড ক্যান্সার।
মতলব পৌরসভার শীলমুন্দী গ্রামের কামাল বেপারীর দ্বিতীয় পু্ত্র সে।বাবা একজন এলকার ছোট খাট চা বিক্রেতা। হতদরিদ্র পরিবারের ঘরে এত বড় কঠিন রোগে আক্রান্ত নাহিদ বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ক্যান্সার ইউনিটের ৩১৯ নং ওয়ার্ডের ২৪ নং বেডে ভর্তি হয়ে চিকিৎসাধীনে রয়েছে।
বিগত ২ বছর যাবৎ নাহিদের চিকিৎসা খরচ চালাতে গিয়ে ঘর ভিটি ছাড়া সবকিছু বিক্রি করে এখন নিঃস্ব প্রায়।বর্তমানে তাকে সুস্থ করতে হলে চিকিৎসা বাবদ প্রায় ১৪ লাখ টাকা লাগবে বলে চিকিৎসক তার পরিবারকে জানিয়ে দিয়েছেন।
এমতাবস্থায় নাহিদ রিফাতকে বাঁচাতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার পরিবার। নিন্মের এ নাম্বারটিতে ০১৮১৯৬৪৫৮১২ (বিকাশ) যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২২ জানুয়ারি ২০২১