Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট নির্বাচনে আগ্রহ নেই ব্যবসায়ীদের
মতলবে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট নির্বাচনে আগ্রহ নেই ব্যবসায়ীদের

মতলবে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট নির্বাচনে আগ্রহ নেই ব্যবসায়ীদের

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজার কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হলেও মনোনয়নপত্র সংগ্রহ করেনি কেউই।

নির্বাচনে ঔষধ ব্যবসায়ীদের মাঝে আগ্রহ নেই। নির্ধারিত তারিখে কোনো পদেই মনোনয়নপত্র বিক্রি হয়নি।

জানা যায়, সমিতির নির্বাচন ২০১৬ নির্বাচন কমিশনারের ঘোষিত তফসিল অনুযায়ী গত ২৫ আগস্ট মনোনয়নপত্র বিতরণের শেষ দিন ছিল।

কিন্তু ওই দিন সমিতির সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১২ পদের বিপরীতে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ফকরুল ইসলামের কাছ থেকে জানা যায়, গত ২৫ আগস্ট সমিতির নিবাচনের মনোনয়নপত্র বিতরনের শেষ দিন এবং ৯ সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণের দিন।

কিন্তু কোনো পদেই কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেনি। পরে বসে সর্বসম্মতিক্রমে একটি কমিটি করা হবে বলে জানান তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক ক’জন ঔষধ ব্যবসায়ী চাঁদপুর টাইমসকে জানান, নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়টি বহুল প্রচারিত হয়নি এবং আমরা অনেক ব্যবসায়ী জানি না।
বিগত বছরগুলোতে নির্বাচনের মাধ্যমে কমিটি হলেও ব্যবসায়ীদের স্বার্থে এ সমিতি কোনো ‘ভূমিকা নিতে পারেনি।’

মতলব বাজারের তামিম ফার্মেসীর মালিক বিজয় মৃধা চাঁদপুর টাইমসকে জানান, ‘সমিতির নির্বাচনের তফসিল বহুল প্রচার করে পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করলে যোগ্য প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করবে।’

ব্যবসায়ীরা আরও জানান, ‘বিগত কমিটির সাধারন সম্পাদক হঠাৎ বিদেশ যাওয়ার কারণে সমিতির কার্যক্রম স্থবির হয়ে যায়।’

প্রসঙ্গত, এ সমিতিতে ড্রাগ লাইসেন্সভুক্ত ৬৩ জন ব্যবসায়ী অন্তর্ভুক্ত রয়েছে।

মতলব দক্ষিণ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ এএম, ২৯ আগস্ট ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply