করোনা ভাইরাসের কারনে বেকার হওয়া গরীব অসহায়,দরিদ্র এবং অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ঈসমাইল হোসেন তপু ব্যক্তিগত উদ্যোগে ১৭ মে রবিবার মতলব পৌরসভার ৩,৪ ও ৬ নংওয়ার্ডের শতাধিক পরিবারকে এই উপহার সামগ্রী প্রদান করছেন।
উপহার সামগ্রীর মধ্যে ছিল আতপ চাল, ডাল, চিনি, সেমাই, সাবান, তেল দুধ প্রদান করা হয়।ঈদের আগে ক্রমান্বয়ে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় অসহায় অসচ্ছল মানুষদের ঈদ উপহার দেবেন।
এ সময় গ্রীন এনভায়রন মুভমেন্ট (সবুজ পরিবেশ আন্দোলন) চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মোহন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৯ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur