Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে কৃষি জমির মাটি কাটায় জেল ও জরিমানা
কৃষি জমির

মতলবে কৃষি জমির মাটি কাটায় জেল ও জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় কৃষি জমির মাটি কেটে বিক্রি ও পুকুর খনন করার অপরাধে মজিবুর রহমান (৫৪) নামক এক ব্যক্তিকে এক বছরের জেল ও এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উপাদী গ্রামে এ ঘটনাটি ঘটে।ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা।

জানা গেছে, উপাদী গ্রামের লাল মিয়ার ছেলে মজিবুর রহমান নিজের জমির মাটি কেটে অন্যত্র বিক্রি ও পুকুর খননের কাজ করছিল।

সংবাদ পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা থানা পুলিশকে সাথে নিয়ে ঘটনাস্থলে যান এবং মজিবুর রহমানকে আটক করে উপজেলা ভুমি অফিসে নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় অভিযুক্ত মজিবুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও একলক্ষ জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ব্যত্যয় ঘটানোর কারণে এই দন্ড প্রদান করা হয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৫ জানুয়ারি ২০২৬