মতলব দক্ষিণ

মতলবে কৃষকের পাশে ঢাকা পলিটেকনিকেল ছাত্রলীগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কৃষকদের পাশে দাড়িয়েছে ঢাকা পলিটেকনিক ছাত্রলীগের নেতৃবৃন্দ। করোনা ভাইরাসের কারনে সারা দেশের কর্মজীবি মা মানুষ বেকার হয়ে পড়েছে।কৃষকরা টাকা ও শ্রমিকের অভাবে জমিনের পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেনা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে অসহায় ও হতদরিদ্র কৃষকদের পাকা ধান কাটার কর্মসূচী হাতে নেয় ছাত্রলীগ।

তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারন সম্পাদকের অনুপ্রেরণায় ঢাকা পলিটেকনিকেল ইনষ্টিটিউট ছাত্রলীগের সভাপতি মো: মেহেদি হাসানের নেতৃত্বে ২৫/৩০ জন ওই ইনষ্টিটিটের ছাত্ররা মতলব পৌরসভার দশপাড়া-ভাঙ্গারপাড় নিজ গ্রামের কৃষকদের প্রায় ২ একর জমির ধান কেটে তাঁদের বাড়ী পৌঁছে দেয়।

১০মে সকাল ৮টায় এ ধান কেটে মাথায় করে কৃষকদের বাড়ীর আঙ্গিনায় পৌছানোর মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

এসময় জমির মালিক কৃষক রফিক বলেন, করোনা ভাইরাসের কারনে ধান কাটার শ্রমিক পাওয়া যায়না।শ্রমিক পাওয়া গেলেও তাদের মুজুরী আগের তুলনায় তিনগুন বেশি।এ দুর্যোগ সময়ে ছাত্রলীগের ভাইয়েরা আমার ধান কেটে বাড়ীতে পৌঁছে দেয়ায় বিরাট উপকার হয়েছে।আমি প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি,এ দূঃসময়ে কৃষকের পাশে ধারানোর জন্য।

ছাত্রলীগের সভাপতি মো: মেহেদি হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং কেন্দ্রীয় নেতাদের অনুপ্রেরণার আমরা স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে বাড়ী পৌঁছে দেই । ছাত্রলীগ সবসময় অসহায় মানুষদের সেবায় নিয়োজিত থাকে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১০ মে ২০২০

Share