মতলব উত্তর উপজেলার ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের কৃমির ঔষধ খেয়ে অন্তত অর্ধ শতাধিক অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। এর মধ্যে একই স্কুলের রয়েছে ২০ শিক্ষার্থী।
জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রোববার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ে সরকারিভাবে শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়।
কৃমির ঔষধ খেয়ে ক্রমান্বয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, কেউ কেউ মাথা ব্যাথা, কেউ কেউ বুক ব্যাথাসহ বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবকদের খবর দিয়ে অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে পাঠায়।
মতলব সরকারি হাসপাতাল সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১৮ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলো- মীম (৯ম), সানজিদা আক্তার (৯ম), ফাহিমা (৭ম), তাহমিনা (৯ম), ফাতেমা (৯ম), শিরিনা (৭ম), অনিমা (৭ম), মুন্নী (৮ম), শিল্পী (১০ম), ইফতি (৭ম), সুমা (৭ম), আমেনা (৭ম), পান্না (৯ম), খাদিজা (৯ম), তরিকুল ইসলাম (৭ম), মেহেদী হাসান (৯ম), রিজন আহমেদ (১০ম),সালমা(১০ম),আন্না(৯ম)
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমেদ চাঁদপুর টাইমসকে জানান, ‘সকালে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। পর্যায়ক্রমে অসুস্থের সংখ্যা আরো বাড়তে পারে।’
এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মাহাবুবুর রহমান চাঁদপুর টাইমসকে বলেন, ‘প্রত্যেককে চিকিৎসা দেয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে সবাই সেড়ে উঠবে। দুঃচিন্তার কোন কারণ নেই। ’
প্রতিবেদক-পলাশ রায়
আপডেট, বাংলাদেশ সময় ১০: ৩০ পিএম, ২ এপ্রিল ২০১৭, রোববার
ডিএইচ