মতলবে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মতলব উত্তর উপজেলা এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা কাল শুক্রবার উপজেলার ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলার ১১টি কিন্ডারগার্টেন স্কুলের নার্সারী থেকে শুরু করে কেজী-৪ পর্যন্ত মোট ৩৬৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
শুক্রবার এ বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব এসএম আবুল বাশার।

এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ কামরুন হাসান, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজের সিনিয়র প্রভাষক এমএ হাকিম খান, মোঃ কামাল উদ্দিন, হোসেনেয়ারা আরা বেগম, মান্না আক্তার, বিপুলা রায়,ছেংগারচর পৌরসভার কাউন্সিলর মোঃ জামান সরকার, মতলব উত্তর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মিজানুর রহমান, মহাসচিব মোঃ রিয়াজুল ইসলাম খন্দকার, উপদেষ্টা শেখ মানসুর আহম্মেদসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এবারের মতলব উত্তর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ছেংগারচর পৌরসভার ইউসূফ মেমোরিয়াল কিন্ডারগার্টেন,পৌরসভার বালুচর কঁচিকাঁচা কিন্ডারগার্টেন, দক্ষিণ ঠাকুরচর শিশু বিদ্যা নিকেতন কিন্ডারগার্টেন, ছোট মরাদোন ফোরস্টার কিন্ডারগার্টেন, কালিপুরের মা’ইনারন্যাশনাল স্কুল,ইমামপুরের উদয়ন কিন্ডারগার্টেন, ষাটনলের আলভী কিন্ডারগার্টেন, চৌরাস্তা বাজার হাজী ইউসূফ আলী কিন্ডারগার্টেন, মুন্সীকান্দি ড্যাফোডিল কিন্ডারগার্টেন, চরকাশিম বোরচর আইডিয়েল কিন্ডারগার্টেন ও আবুরকান্দি আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুল।

এসকল স্কুলের নার্সারী শ্রেণী থেকে ১০৮ জন, কেজী ১-এর ১০৪ জন, কেজী ২-এর ৬৯ জন, কেজী ৩-এর৪৬ জন, কেজী ৪-এর ৪১ জন।
মোট ৩৬৮ জন পরীক্ষার্থী এবারের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

কামাল হোসেন খান, মতলব উত্তর করেসপন্ডেন্ট

নিউজ ডেস্ক ।। আপডেট : ০৪:০০ এএম, ১৯ ডিসেম্বর ২০১৫, শনিবার

ডিএইচ

Share