চাঁদপুরের মতলব দক্ষিণে করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে তার লাশ বাড়িতে প্রবেশে ও দাফনে বাধার সৃষ্টি করেছে এলাকাবাসী। ২১ এপ্রিল রাতে উপজেলার নওগাঁও গ্রামের পূর্বপাড়া খান বাড়ীতে এ ঘটনাটি ঘটে। পরে থানা পুলিশের সহযোগিতায় লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
থানা পুলিশ ও এলাকাবাসী জানা যায়, ওই গ্রামের আঃ করিম খানের ছেলেকে করোনা উপসর্গ নিয়ে ১৫ দিন পূর্বে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করানো হয়। ১৯ এপ্রিল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
২১ এপ্রিল রাতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে লাশ নিয়ে আসলে রাস্তা বেড়িকেট দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঐ বেড়িকেট সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মৃত ওই ব্যক্তির ছেলে শাকিল আহমেদ বলেন, আমার বাবা সড়ক ও জনপদ (সওজ) বিভাগের অবসরপ্রাপ্ত কর্মচারী ছিলেন। দীর্ঘদিন যাবৎ আমরা ঢাকায় বসবাস করে আসছি।
থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ বলেন, সংবাদ পাওয়ার সাাথে সাথে ঘটনাস্থলে নিয়ে পরিস্থিতি আনা হয় এবং লাশের সাথে কাগজপত্র পর্যালোচনা করে করোনা নেই বলে লোকজনকে আশ্বস্ত করে লাশ দাফনে ব্যবস্থা করা হয়।এপ
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২২ এপ্রিল ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur