চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার গজরা বাজার এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধুর করুণ মৃত্যু হয়েছে।রোববার বিকেলে সোনা মিয়া মার্কেটের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী সিজান (১৮) ও তার বন্ধু রাহিম (১৭) মারা যায়। এর মধ্যে ঘটনাস্থলে সিজান ও ঢাকা নেওয়ার পথে তার বন্ধু রাত সাড়ে ৯টার দিকে তার বন্ধু রাহিম (১৭)ও মারা যায়।
স্থানীয়রা জানান, মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামের মানিক বেপারীর ছেলে সিজান আর রাহিম একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
তারা আরো জানান, লবন বোঝাই কাভার্ডভ্যানটি ঢাকা থেকে মতলব উত্তরের ছেংঙ্গারচর বাজারে যাওয়ার সময় পথিমধ্যে গজরা বাজারের দক্ষিণ দিকে সোনা মিয়া মার্কেটের সামনে বিপরীত থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে। তবে কাভার্ডভ্যানের হেলপার পালিয়ে গেছে।
খান মোহাম্মদ কামাল, ৩০ আগস্ট ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur