মতলব দক্ষিণ

মতলবে ওসি’র হস্তক্ষেপে স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় নবম শ্রেণির স্কুল ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন থানার ওসি এ কে এম এস ইকবাল। পেল নবম শ্রেণির এক ছাত্রী।

পুলিশ সূত্র জানায়, ছাত্রী উপজেলার পুটিয়া এলাকার তফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয়য়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় ছাত্রীটির সঙ্গে তার বাড়িতে উপজেলার সিঙ্গাপুর প্রবাসী এক যুবকের বিয়ের আয়োজন চলছিল। বর পক্ষের আপ্যায়ন শেষে কাজি বিয়ে পড়ানোরও প্রস্তুতি নিচ্ছিলেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এস ইকবালকে মুঠোফোনে বিষয়টি জানানো হয়। পরে ওসি ইকবাল তাঁর থানার এসআই মো. ওয়াহিদুল ইসলামকে ঘটনাস্থলে পাঠান।

এসআই ওয়াহিদ পুলিশের দু-তিনজন সদস্য নিয়ে ঘটনাস্থলে যান এবং বর ও কনে পক্ষের সঙ্গে কথা বলে বাল্যবিবাহটি বন্ধ করেন। মতলব দক্ষিণ থানার ওসি এ কে এম এস ইকবাল বলেন, বাল্যবিবাহের নেতিবাচক দিক অনেক। এটি একটি সামাজিক অপরাধ।

এর ফলে একটি কিশোরীর জীবন ধ্বংস হয়ে যায়। এ কারণে বাল্যবিবাহ বন্ধে তাঁর পুলিশ প্রশাসন বদ্ধ পরিকর। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে পুলিশ পাঠিয়ে ওই ছাত্রীকে বাল্যবিবাহ থেকে রক্ষা করেন।

প্রতিবেদক:মাহ্ফুজ মল্লিক
১৫ জুন ২০১৯

Share