মতলবে এসএসসি ও দাখিলে সাত হাজার ৫৪ পরীক্ষার্থী

বৃহস্পতিবার ১০ এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু। চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় এসএসসি,এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় মোট ৭ হাজার ৫৪ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। এর মধ্যে মতলব উত্তর উপজেলার ১০ কেন্দ্রে ৪হাজার ৬শ’২৮ জন ও মতলব দক্ষিণ উপজেলার ৭কেন্দ্রে ২ হাজার ৪শ’২৬ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস জানিয়েছে, ২০২৫ সালে মতলব উত্তর উপজেলায় এসএসসি,এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় ১০ কেন্দ্রের অধীনে ৪হাজার ৬শ’২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করবে। তারমধ্যে এসএসসিতে ৩হাজার ৮শ’৬২ জন, এসএসসি(ভোকেশনাল) ২শ’৪৫ জন ও দাখিলে ৫শ’২১ জন। মোট পরীক্ষার্থীর মধো ছাত্র ২ হাজার ৫১ জন ও ছাত্রী ২হাজার ৫শ’৭৭ জন। ছাত্র এর চেয়ে ৫শ’২৬ জন ছাত্রী বেশি।

মতলব উত্তর উপজেলায় ৮ পরীক্ষা কেন্দ্রে এসএসসি,২ পরীক্ষা কেন্দ্রে এসএসসি(ভোকেশনাল) ও ১ পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি কেন্দ্র মত-১ ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৮শ’৫৯জন,এর মধ্যে ছাত্র ৩শ’৭১ জন, ছাত্রী ৪শ’৮৮ জন।

এসএসসি কেন্দ্র মত-২ বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে মোট পরীক্ষার্থী ৭শ’৮জন,এর মধ্যে ছাত্র ৩শ’২১ জন, ছাত্রী ৪শ’৮৭ জন।এসএসসি কেন্দ্র মত-৩ সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১শ’৪৯জন,এর মধ্যে ছাত্র ৭১ জন, ছাত্রী ৬৩ জন।

এসএসসি কেন্দ্র মত-৫ নাউরী

আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬শ’৮২জন,এর মধ্যে ছাত্র ২শ’৮৫ জন, ছাত্রী ৩শ’৯৭ জন।এসএসসি কেন্দ্র মত-৬ জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪শ’৪৮জন,এর মধ্যে ছাত্র ১শ’৪০ জন, ছাত্রী ৩শ’৮ জন।

এসএসসি কেন্দ্র মত-৭ নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৪শ’৮০জন,এর মধ্যে ছাত্র ২শ’১৮ জন, ছাত্রী ২শ’৬২ জন।

এসএসসি কেন্দ্র মত-৯ দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫শ’৩৬জন,এর মধ্যে ছাত্র ২শ’৯জন, ছাত্রী ৩শ’২৭ জন।

এসএসসি (ভোকেশনাল)কেন্দ্র মত-১ সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৫১জন,এর মধ্যে ছাত্র ৩৪ জন, ছাত্রী ১৭ জন। কেন্দ্র মত-২ জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ১শ’৯৪জন,এর মধ্যে ছাত্র ১৪৪জন, ছাত্রী ৫০ জন।

নিজস্ব প্রতিবেদক, ৯ এপ্রিল ২০২৫

Share