মতলব দক্ষিণ

মতলবে এমপি রুহুলের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন

এমপি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল বলেছেন, শেখ হাসিনা সরকার আমলেই যে যার ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারছে। সারা বিশে্ব এখন করোনা মহামারি।করোনা ভাইরাসের কারণে ভারতের মতো দেশে অধিকাংশ মন্দিরগুলোতে দূর্গাপুজা পালন করতে পারছেনা। কিন্তু বাংলাদেশে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির কারণে সব মন্দিরেই স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা পালিত হচ্ছে।

আওয়ামী লীগ সরকারের সঠিক চিকিৎসা ব্যবস্থা ও পরামর্শের কারণে কেউ মন্দিরে আবার কেউ কেউ ঘরে বসেই তাদের নিজ নিজ উৎসব পালন করছে।

তিনি বলেন, সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গাপুজা পালন করার জন্য গত বছরের তুলনায় এবার বরাদ্দ বেশি দিয়েছে বর্তমান সরকার। শারদীয় দূর্গাপুজা উপলক্ষে ২৫ অক্টোবর জগন্নাথ মন্দির পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের শারদীয় দূর্গাপূজা কমিটির সভাপতি সজল ঘোষের সভাপতিত্বে ও মতলব দক্ষিণ উপজেলার পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক চন্দন সাহার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কৃষকলীগের আহ্বায়ক জয়নাল আবেদীন প্রধান, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মুবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা আ.লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, পৌর যুবলীগের সভাপতি মো. সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতলব উপজেলা কমিটির সভাপতি গণেশ ভৌমিক, জগন্নাথ মন্দির কমিটির সভাপতি সংকর রাও নাগ, সাধারণ সম্পাদক রাধা কৃষ্ণ শাহা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ আজিজ বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেনসহ আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রতিবেদক:মাহ্ফুজ মল্লিক,২৫ অক্টোবর ২০২০

Share