মতলব দক্ষিণ উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত এনএএম টাওয়ার শুক্রবার (৫ জানুয়ারি) উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
এসময় তিনি বলেন, ‘সকলের আন্তরিক সহযোগিতা ও সুদৃষ্টি দিলেই মতলবের এনএ এম টাওয়ার সফল ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে রূপ পাবে।
এ টাওয়ারটির মাধ্যমে মতলব বাজারের সৌন্দর্য্য বৃদ্ধি পেয়েছে। মতলবের সকল শ্রেণির মানুষের বেঁচাকেনাসহ বিভিন্ন সুযোগ সুবিধার জন্যই ডা. মনিরুজ্জামান এ বহুতল ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। যে টাকা ব্যায় করে গ্রাম এলাকায় এ ধরনের বহুতল ব্যবসা প্রতিষ্ঠান করেছেন, সে টাকা ব্যায় করে শহর এলাকায় এ ধরনের ব্যবসা প্রতিষ্ঠান করলে অনেক বেশি লাভবান হত প্রতিষ্ঠান মালিক। জন্মভূমির কথা চিন্তা করে তিনি কোটি কোটি টাকা ব্যায় করে মতলবে এ ব্যাবসা প্রতিষ্ঠানটি করেছেন এটি রক্ষাণাবেক্ষনসহ ব্যবসায় যাতে লাভবান হতে পারে মালিকপক্ষকে সবাই সহযোগিতা করবেন।
চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজী গোলাম দস্তগীর এমপি, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অধ্যাপিকা সেলিনা খাতুন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এন এ এম টাওয়ারের মালিক আলহাজ্ব ডা. মনিরুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনা করেন, এন এ এম টাওয়ারের মালিকের পুত্রবধূ ডা. সামিলা হুদা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মতলব বাজার শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব হজরত মাওলানা কবির আহম্মেদ। আলোচনা শেষে মর্ডান ম্যাজিক কাম ইভেন ম্যানেজমেন্ট ম্যাজিশিয়ান এম আলমগীর জাদু প্রদর্শীন করেন এবং কণ্ঠশিল্পী সাবিনা লাকী সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুরের জেলা প্রশাসক আবদুস সবুর মন্ডল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর হোসেন মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল ইসলাম, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, স্বর্ণপদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শামসুল হক চৌধুরী বাবুল, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহবায়ক জহির সরকার, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম আলেক, বাদল নন্দী, উত্তম ঘোষ, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষী রানী দাস তাঁরা, চাঁদপুর জেলা পরিষদের সদস্য আল-আমিন ফরাজী, মিনজহাজ উদ্দিন খান, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার এন এ এম টাওয়ারের মলিকের পুত্র ডা. কামরুজ্জামান অন্তু,ডা. ওয়াহিদুজ্জামানসহ সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক ও সুদীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে ফিতা কেটে এন এ এম টাওয়ারের শুভ উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি।
মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৩ পিএম, ৫ জানুয়ারি ২০১৮, শুক্রবার
ডিএইচ