পরীক্ষার্থী একজন বিপরীতে কর্মকর্তা ও কর্মচারী ছিল ১৩জন। মতলব রয়মন নেছা মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে বৃহস্পতিবার (১৯ মে) সকালে অর্থনীতি ও বানিজ্যিক ভূগোল পরীক্ষায় মোঃ রাসেল প্রধান একাই পরীক্ষার্থী ছিলেন।
আর একজন পরীক্ষার্থীর জন্য যথারীতি ব্যস্ত থাকতে হয়েছে ১৩জনকে।
এদের মধ্যে একজন কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা, একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত অফিসার, পরীক্ষা কমিটির ৪জন, কক্ষ পরিদর্শক ২জন, পুলিশ ২জন ও পিয়ন ৩জনকে দায়িত্ব পালন করতে হয়েছে।
এ ব্যাপারে পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য জহিরুল ইসলাম বলেন, পরীক্ষার্থী একজন ঠিকই। কিন্তু সংশ্লিষ্ট সবাইকে কাজের কারণেই থাকতে হয়।
পলাশ রায়, মতলব দক্ষিণ
: আপডেট, বাংলাদেশ সময় ২:০০ এএম, ২০ মে ২০১৬, শুক্রবার
ডিএইচ