Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলবে একত্রে তিন কন্যা সন্তান জন্ম দিলেন শিলা মনি
মতলবে একত্রে তিন কন্যা সন্তান জন্ম দিলেন শিলা মনি

মতলবে একত্রে তিন কন্যা সন্তান জন্ম দিলেন শিলা মনি

চাঁদপুরের মতলব উত্তরে একসাথে তিনটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শিলা মনি (২২) নামে এক গৃহবধু। তিনি উপজেলার জীবগাঁও গ্রামের সৌদি প্রবাসী মো. মামুন মিয়ার স্ত্রী।

সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার কালীপুর বাজারস্থ একটি হাসপাতালে তার অস্ত্রপচার সম্পন্ন হয়।

জানা গেছে, হাসপাতালে ওই তিন নবজাতকদের জন্ম হয়। শিলা মনির স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক দেখে চিকিৎসক অস্ত্রপচার করেন। মঙ্গলবার সকাল থেকে ফুটফুটে তিন নবজাতককে এক নজর দেখতে উৎসুক জনতা হাসপাতালে ভীড় জমায়।

শিলা মনির চিকিৎসক ডা. বয়েজ উদ্দিন চাঁদপুর টাইমসকে বলেন, ‘মা ও নবজাতকেরা সুস্থ আছে। তারা এখন ঝুঁকি মুক্ত। আজকে (মঙ্গলবার) বিকালেই তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হবে। তিনি আরো জানান, যেহেতু তারা সুস্থ, তাই হাসপাতাল ছেড়ে আজই বাড়ি যেতে পারবেন মা-মেয়েরা।’

একসাথে শিলা মনির কোলজুড়ে তিন কন্যা সন্তানের আগমণে বেশ আনন্দিত শিলা মনি।

তিনি বলেন, আমি খুবই খুশি। পরিবারের সবাই খুব আনন্দিত। বাড়ি গিয়ে দু’ এক দিনের মধ্যে নবজাতকদের নাম রাখবো।’ এ ছাড়াও দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে তার।

প্রতিবেদক- খান মোহাম্মদ কামাল
আপডেট, বাংলাদেশ সময় ২ : ১৩ পিএম, ২০ মে ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply