মতলব উত্তর

মতলবে উত্তরে ব্র্যাকের ‘পল্লী সমাজ আপগ্রেড ঘোষণার’ বিশেষ সভা

ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সহযোগিতায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার পালালোকদী পল্লী সমাজের উদ্যোগে মতলব উত্তর পল্লী সামজ আপগ্রেড ঘোষণার বিশেষ সভা মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পালালোকদী মিনারা বেগমের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন, পালালোকদী পল্লী সমাজের প্রধান মিনারা বেগম।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সলর মোঃ শাহাদাত হোসেন খোকন ঢালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,৪,৫ ও ৬নং ওয়য়ার্ড সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সলর মিল্লাতুন্নেছা মিলি ও শিক্ষিকা শাহিনা আক্তার।

ব্র্যাকের জেলার সিনিয়র ব্যবস্থাপক সিইপি মোঃ জিল্লুর রহমান সিদ্দিকীর পরিচালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক মোঃ চাঁন মিয়া, মোঃ দুলাল সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও পল্লী সমাজের নের্তৃবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন,ব্র্যাকের এফও (সিইপি) আশিস কুমার বাইন। অনুষ্ঠানে ছেংগারচর পৌরসভার পাললোকদী পল্লী সমাজের ক্যাশিয়ার শাহিনা বেগমের মেয়ে কবিতা আবৃত্তির মাধ্যমে বিনোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ছেংগারচর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সলর শাহাদাত হোসেন খোকন ঢালী পালালোকদী পল্লী সমাজের আপগ্রেড ঘোষণা করেন। একই সাথে তিনি মাদক,ইভটিজিং, সন্ত্রাস,জঙ্গিবাদ, বাল্যবিবাহ,শিশু ও নারী নির্যাতনের বিরুদ্বে ব্র্যাকের পল্লী সমাজ সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

খান মোহাম্মদ কামাল : আপডেট, বাংলাদেশ সময় ০৫:০০ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৬, শুক্রবার
ডিএইচ

Share