চাঁদপুরের মতলব উত্তরে বাগানবাড়ী আইডিয়েল একাডেমির প্রাক্তন মেধাবী ছাত্র আসাদুজ্জামান বাবুর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নান্নু মিয়া।
সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধান শিক্ষক আব্দুল আজিজ।
পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাবুকে নিয়ে বক্তারা বিভিন্ন স্মৃতিচারণ করেন। তার পিতা রুহুল আমিন প্রধান ১৯৯৮ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে স্মারক গ্রহণ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরো উপস্থিত ছিলেন কালীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ এনামুল হক, পাঠান বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান, হাজী সিদ্দিকুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন, শিকারিকান্দি আকবরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়েন্ত্রধান শিক্ষক আরিফুল্লাহ, ধনাগোদা তালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ।
প্রাক্তন শিক্ষার্থীদের ছিলেন নাজমুল হক, জামাল হোসেন নাহিদ, সুফী আহাম্মদ পারভেজ, ওয়াদুদুর রহমান জন্টু, হুমায়ন কবির, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, ইউনিয়র পরিষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বাগানবাড়ী আইডিয়েল একাডেমির সকল শিক্ষার্থী।
আসাদুজ্জামান বাবু ৭ এপ্রিল ২০১৬ ইন্তেকাল করেন। তার বাড়ি উপজেলার দূর্গাপুর ইউনিয়নের পাহাড়ের চক গ্রামে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ১৯৯৮ ব্যাচের মুক্তার হোসেন, মহসিন মল্লিক, আহসান হাবীব, ফাহমিদা নাজনীন ডলি, বিঞ্চু কর, আমির হোসেন, নজরুল ইসলাম, সাইফুল জমাদার, জহির মেম্বার, মাসুদ রান, মহিউদ্দিন, ফরহাদ জমাদার, মিলন মল্লিক, রহমত উল্লাহ, আব্দুল মজিদ , কাউছার, মাসুদ রানা, নিগার সুলতানা, তানিয়া, তাসলিমা, বিল্লাল, আল-আমিনসহ দেশে ও প্রবাসে বসবাসরত অনেকে।
প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ৫:৩০ পিএম, ২০ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ