চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চিরায়ু গ্রামে রাস্তার সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরোদ্ধে । তার নাম বারেক তালুকদার । সে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
সরেজমিনে গিয়ে জানা যায়, চিরায়ু গ্রামের রাস্তার সরকারী ৪ টি গাছ কেটে নিজের স মিলে নিয়ে রেখে দেয়ার অভিযোগ ওই ওয়ার্ডের ইউপি সদস্য বারেক তালুকদারের বিরোদ্ধে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিরা জানান ইউপি সদস্য বারেক তালুকদার রাস্তার সরকারি ৪ টি গাছ কেটে নিয়ে গেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বারেক তালুকদার বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কয়েকটা গাছ রাস্তায় পরে যানবাহন ও জন সাধারনের চলাচলে বিঘ্ন ঘটায় ঐ গাছ গুলো কেটে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার জন্য আমার পকেটের ৫ হাজার টাকা খরচ হয়েছে । জনগনের দুর্ভোগ কমাতে কাজ করেছি উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।
এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা বনবিভাগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা । তবে বিষয়টি আমি দেখবো ।
ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, সরকারি গাছ কাটার বিষয়টি কেউ তাকে অবহিত করেননি। লোক মাধ্যমে জেনেছেন।তবে সরকারি গাছ কাটা অন্যায়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ অক্টোবর ২০২২