Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে ইউপি সদস্যর বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ
ইউপি

মতলবে ইউপি সদস্যর বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চিরায়ু গ্রামে রাস্তার সরকারী গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরোদ্ধে । তার নাম বারেক তালুকদার । সে ওই ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য।

সরেজমিনে গিয়ে জানা যায়, চিরায়ু গ্রামের রাস্তার সরকারী ৪ টি গাছ কেটে নিজের স মিলে নিয়ে রেখে দেয়ার অভিযোগ ওই ওয়ার্ডের ইউপি সদস্য বারেক তালুকদারের বিরোদ্ধে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিরা জানান ইউপি সদস্য বারেক তালুকদার রাস্তার সরকারি ৪ টি গাছ কেটে নিয়ে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য বারেক তালুকদার বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কয়েকটা গাছ রাস্তায় পরে যানবাহন ও জন সাধারনের চলাচলে বিঘ্ন ঘটায় ঐ গাছ গুলো কেটে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তার জন্য আমার পকেটের ৫ হাজার টাকা খরচ হয়েছে । জনগনের দুর্ভোগ কমাতে কাজ করেছি উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ।

এ বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা বনবিভাগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন গাছ কাটার বিষয়ে আমি কিছু জানিনা । তবে বিষয়টি আমি দেখবো ।

ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার বলেন, সরকারি গাছ কাটার বিষয়টি কেউ তাকে অবহিত করেননি। লোক মাধ্যমে জেনেছেন।তবে সরকারি গাছ কাটা অন্যায়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৭ অক্টোবর ২০২২