চাঁদপুর কচুয়ায় উত্তর ইউনিয়ন পরিষদের দু’বারের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র সিনিয়র নেতা কাজী মতিউর রহমান স্বপন আর বেচেঁ নেই (ইন্না…..রাজিউন)।
শুক্রবার (২৮ ডিসেম্বর) সকালে বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন। ওই দিন বাদ আসর জানাযা শেষে মরহুমের লাশ নিজ গ্রাম উজানীর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
মরহুমের মৃত্যুতে ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. রাকিবুল হাসান, সাবেক সভাপতি আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার, সিনি.সহ-সভাপতি আতাউল করিম, সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নুসহ নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু
২৮ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur