মতলবে আল-আমিন ক্রীড়া চক্রের  প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজন সংবর্ধনা

ঐতিহ্যবাহী আল-আমিন ক্রীড়া চক্রের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়।

১ জুন শনিবার বেলা ১২:০০ টায় মতলব দক্ষিণ উপজেলার মতলব কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় । আল- আমিন ক্রীড়া চক্রের  সভাপতি এসএম সেলিম এর  সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব কচিকাঁচা মেলার   পরিচালক মাকসুদুল হক বাবলু,সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কর কমিশনার সারোয়ার হোসেন রোমান,অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, উপ সচীব আফজালুর রহমান রিয়েল, সংবর্ধিত অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন বল আমিন ক্রীড়া চক্র লন্ডন শাখার সভাপতি মেহেদী হাসান বাবু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আল আমিন ক্রীড়া চক্রের মহিলা সম্পাদীকা ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদের নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আখি, সংগঠনের  যাকাত কমিটির আহবায়ক   শিহাব পাটোয়ারী, সহ সভাপতি  শোহেব সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোকন,সাংগঠনিক সম্পাদক হোসাইন মিলন,সদস্য গোলাম মোস্তফা কাদরী,মতলব পৌর আওয়ামী যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সংগঠনের সদস্য আমির খসরু,ক্রীড়া সম্পাদক গোলাম কাদের মুকুল, লোকমান হোসেন বাবুল,

সদস্য ও সমকালের মতলব প্রতিনিধি ইকবাল হোসেন, মুজাহিদুল ইসলাম কিরণ,কামরুজ্জামান পলাশ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে কেককাটার মধ্যে দিয়ে আল আমিন ক্রীড়া চক্রের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা  হয়। আলোচনা শেষে বিভিন্ন পর্যায়ে অবদানের জন্য ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে গুণীজন সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। তারা হলেন,কর কমিশনার সারোয়ার হোসেন রোমান, অগ্রণী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার, আল আমিন ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য মনিরুজ্জামান খান টীপু,মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) সালেহ আহমেদ, আল আমিন ক্রীড়া চক্র লন্ডন শাখার সভাপতি মেহেদী হাসান বাবু,ক্রীড়া সংগঠন  মোহাম্মদ আলী খোকন, কন্ঠ শিল্পী আতিক বাবু।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক,১ জুন ২০২৪

Share