চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আল আমিন ক্রীড়া চক্রের উদ্যেগে গরীব,অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে যাকাত ও হুইল চেয়ার বিতরণ করা হয়। শুক্রবার ( ২১ মার্চ) বেলা এগারোটায় কচি কাঁচা প্রি ক্যাডেট স্কুলের অডিটোরিয়ামে যাকাত ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে আল আমিন ক্রীড়া চক্রের যাকাত বিতরণ আহবায়ক মোঃ শিহাব উদ্দিন সরকারের সভাপতিত্বে ও সদস্য সচীব মোজাম্মেল হক খোকনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচীব ও কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল জাকির হোসেন কামাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচীব জাকির হোসেন কামালের সহধর্মিণী শাহানাজ ফেরদৌস ইতি,অগ্রণী ব্যাংকের ডিএমডি মোঃ আবুল বাশার,মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মাহাবুবুর রহমান, এনআরবিসি ব্যাংক মতলব শাখা ব্যবস্থাপক মোঃ ফারুক হোসেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বল আমিন ক্রীড়া চক্রের সহ সভাপতি মোঃ সফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল,যুগ্ম সম্পাদক আমির খসরু প্রধান প্রমুখ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব বাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা গোলাম সারওয়ার ফরিদী।
পরে ৯ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার এবং ৪২ জন গরীব অসহায় দুঃস্থ পরিবারের মাঝে যাকাতের টাকা বিতরণ করা হয়।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২১ মার্চ ২০২৫