মতলবে আল্লাহর দান বিরিয়ানী হাউজের উদ্বোধন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় গেইট সংলগ্ন রিক্সা স্ট্যান্ডে অবস্থিত ‘আল্লাহর দান বিরিয়ানী হাউজ এর ফিতা কেটে উদ্বোধন করা হয় ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভয়েস টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি রোকনুজ্জামান রোকন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও আমাদের সময় মতলব দক্ষিণ প্রতিনিধি মাহফুজ মল্লিক, মতলব গঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সদস্য মিরান হোসেন মিয়াজী, চাঁদপুর খবরের মতলব প্রতিনিধি সমীর ভট্টাচার্য বলু, মতলব প্রেসক্লাবের সদস্য আশরাফুল জাহান শাওলিন, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও অত্র ভবনের মালিক জাহাঙ্গীর আলম, যুবলীগ নেতা টুটুল পাটোয়ারী এবং আল্লাহর দান বিরানি হাউজের পরিচালক মোহাম্মদ দীন ইসলাম সহ ব্যবসায়ীবৃন্দ। ফিতা কাটার আগে মিলাদ মাহফিল ও মোনজাত পরিচালনা করেন মতলব হাই স্কুল জামে মসজিদের খতিব মাওলানা মনজুর হোসেন।

Share