চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলোচিত আদিবা হত্যা মামলার প্রধান আসামী ইমনের বসতঘর শনিবার ( ২৫ জানুয়ারি) বিকালে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে তাদের একটি সেমিপাকা বসত ঘর ও ঘরে থাকা আসবাবপত্রসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসি জানান, শনিবার বিকালে উপজেলার পাঁচদোনা ও আশপাশের এলাকার লোকজন আদিবা হত্যা মামলার প্রধান আসামী ইমনের বাড়িতে যান। এ সময় ওই বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে উত্তেজিত এলাকাবাসী ইমনের সেমিপাকা বসতঘরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের লোকজন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
মুহুর্তের মধ্যে ওই বসতঘরের চারটি কক্ষ,আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ অন্যান্য জিনিসপত্র পুড়ে যায়।
এ ব্যাপারে আদিবা হত্যা মামলার প্রধান আসামি ইমনের বাবা মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। স্থানীয় এলাকাবাসী জানায়, আদিবা হত্যাকান্ডের পর ইমনের পরিবারের লোকজন পালিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ ( ওসি) সালেহ আহমেদ বলেন, মামলার প্রধান আসামীর বাড়ি জ্বালিয়ে দেয়ার সংবাদ পাওয়ার সাথে সাথে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ বা মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য,উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচদোনা গ্রামের প্রবাসী আলাউদ্দিন বেপারীর ৩য় শ্রেণির স্কুল পড়–য়া মেয়ে আদিবা ইসলাম (৮) গত ২০ জানুয়ারি বিকাল ৪টার দিকে নিজ বাড়ির সামনে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। আদিবার সহপাঠী তাসফিয়ার তথ্য মতে, গোলাপ ফুল দেওয়ার কথা বলে একই এলাকার ইমন নামের এক যুবক আদিবাকে নিয়ে যায়। সেই সূত্র ধরে আদিবার মা মতলব দক্ষিণ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ মুজিবুর রহমানের ছেলে ইমন ও লিটন সরকারের ছেলে ইয়াসিন সরকারকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
পুলিশ দুজনকে গ্রেপ্তার করলেও আদিবার সন্ধান দিতে না পারায় গেল বৃহস্পতিবার এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে এলাকার বিভিন্ন পুকুর ও নির্জন স্থানে আদিবাকে খুঁজতে গিয়ে আজিজ প্রধানীয়া বাড়ির পুকুর পাড়ে খড় (গোখাদ্য) দিয়ে ঢেকে রাখা অবস্থায় আদিবার লাশ উদ্ধার করে। তারই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ইমনের বাড়ি জ¦ালিয়ে দেয় বলে জানান এলাকাবাসী।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৫ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur