চাঁদপুর টাইমস, মতলব:
চাঁদপুরের মতলব দক্ষিণে প্রশাসনের বাধার মুখে পন্ড হয়েছে বাল্য বিবাহের আয়োজন। কণের বয়স ১৮ পূর্ণ না হওয়ায় প্রশাসনের নির্দেশে স্থানীয় পৌরসভার কাউন্সিলর বিয়ের আয়োজন বন্ধ করে দেন। শুক্রবার মতলব দক্ষিণ উপজেলার দরগপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ৩ টায় জসিম উদ্দিন প্রধানের দশম শ্রেণী পড়ুয়া ছাত্রীর সঙ্গে নোয়াখালীর মাইজদী সদর উপজেলার এক প্রবাসীর সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল। নির্ধারিত সময়ে বরযাত্রীরা কণের বাড়িতে হাজির হন। বিয়ে উপলক্ষে যথারীতি আয়োজনও সম্পন্ন হয়। কিন্তু কণের বয়স ১৮ পূর্ণ না হওয়ায় খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে স্থানীয় কাউন্সিলর বিয়ের আয়োজন ভেঙ্গে দেন। তবে বর যাত্রীদের আপ্যায়ন করে তাদের বিদায় দেওয়া হয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর লেয়াকত আলী চাঁদপুর টাইমসকে জানান, ‘বাল্য বিবাহের বিষয়টি জানতে পেরে আমি ওই বাড়িতে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলি। কণের বয়স ১৮ পূর্ণ না হওয়ায় বিয়ের আয়োজন বন্ধ করে দেই।’
চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।