মতলব দক্ষিণ

মতলবে অর্ধশত গ্রামে নতুন বিদ্যুতায়ন উদ্বোধন

চাঁদপুর মতলবের দু’উপজেলার প্রায় অর্ধশত গ্রামে একযোগে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। শনিবার (৭ জুলাই) দুপুরে মতলব পৌরসভার কলাদী এলাকায় মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রমের নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে ৫০ গ্রামের নতুন বিদ্যুতায়ন উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জেনারেল ম্যানেজার মোঃ আবু তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি।

উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদ ও মতলব পৌর আ’লীগের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ওসমান গণি পাটোয়ারী,

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম, মতলব উত্তর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন, মতলব দক্ষিণ উপজেলা আ’লীগের সভাপতি এ এইচ এম গিয়াস উদ্দিন, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার,

মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি। বিদ্যুৎ অফিস সূত্রে জানায়, ৪ কোটি ৬১ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে ৫০টি গ্রামের ৮৩ কিলোমিটার নির্মিত ২ হাজার ৫৫ জন গ্রাহককে এ সংযোগ দেওয়া হয়।

বিদ্যুতায়ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি কে পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রোটা. কিশোর কুমার ঘোষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউপি, চেয়ারম্যান, মেম্বার সহ সামাজিক রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক

Share