চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় দুইজন গ্রাহককে ১ লক্ষ ৫৪ হাজার ৬৬ টাকা জরিমানা করেছে পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ উপজেলা জোনাল অফিস।আগামী ১০ দিনের মধ্যে জরিমানার ওই টাকা ব্যাংক অথবা বিদ্যুৎ অফিসে জমা দেয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি -২ মতলব দক্ষিণ উপজেলা জোনাল অফিসের ডিজিএম মোঃ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে,মতলব দক্ষিণ উপজেলার মায়ের গাঁও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের মোঃ মোস্তফা কামাল নামে এক ব্যক্তি দীর্ঘদিন যাবত স্থানীয় বিদ্যুতের খুটির মেইন লাইন থেকে মিটার ছাড়া তাড় দিয়ে সংযোগ নিয়ে মিম ডেকোরেটরে একাধিক অটো বাইকের ব্যাটারী চার্জের ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৭ এপ্রিল) বিকালে নারায়ণপুর বিদ্যুৎ উপকেন্দ্রের টেস্টিং সুপারভাইজার আলী আকবরের নেতৃত্বে একটি টীম ঘোড়াধারী গ্রামে গিয়ে দেখেন মীম ডেকোরেটরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ৪ টি অটেবাইকের ব্যাটারী চার্জ দিচ্ছে। সাথে সাথে ডেকোরেটর মালিক মোস্তফা কামালকে জিজ্ঞেস করলে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি স্বীকার করেন। তিনি দীর্ঘ প্রায় ৪ মাস যাবৎ অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটোবাইকের ব্যাটারী চার্জ দেয়ায় ১ লক্ষ ২৪ হাজার ৮৪৪ টাকা জরিমানা করেন।
অপরদিকে মতলব পৌরসভার কলাদী এলাকায় মোসাম্মৎ খাদিজা কামাল,স্বামী বিএম কামাল নামে এক মহিলা এজডি তারের সাথে অবৈধভাবে সংযোগ নিয়ে দীর্ঘ প্রায় ১ মাস যাবৎ ৪টি অটোবাইকের ব্যাটারী চার্জ দিয়ে আসছেন।গোপন সংবাদ পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতি মতলব দক্ষিণ জোনাল অফিস থেকে টেস্টিং সুপারভাইজার মোঃ হাসানের নেতৃত্বে একটি টীম কলাদী এলাকায় গিয়ে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সন্ধান পান। অবৈধভাবে ১ মাস বিদ্যুৎ ব্যবহারের সত্যতা স্বীকার করার পর মোসাম্মৎ খাদিজা কামালকে ৩০ হাজার ২২ টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর মতলব দক্ষিণ উপজেলা জোনাল অফিসের ডিজিএম মোঃজসিম উদ্দিন বলেন,ঘোড়াধারী এলাকায় দীর্ঘ চার মাস যাবত অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে অটো বাইকের ব্যাটারি চার্জ দেয়ার অপরাধে বিদ্যুত আইন ৩২/২ ধারায় মোস্তফা কামালকে ১ লক্ষ ২৪ হাজার ৮৪০ টাকা জরিমানা এবং মতলব পৌরসভার কলাদী এলাকায় অবৈধভাবে এসডি তার থেকে সংযোগ নিয়ে অটো বাইকের ব্যাটারি চার্জ দেওয়ার অপরাধে বিদ্যুত আইন ৩৩/২ ধারায় ৩০হাজার ২২ টাকা জরিমানা করা হয়। উক্ত জরিমানার টাকা দশ দিনের মধ্যে পরিশোধ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২৮ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur