চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বেলুতী এলাকায় অটোবাইক চালককে হত্যা করে ওই গাড়ীর ব্যাটারী ছিনতাই করে তার লাশ ফেলে যায় দুষ্কৃতকারীরা। শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় পুলিশ অটোবাইক চালকের লাশ উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠান।
নিহত অটোবাইক চালকের নাম মঈন উদদীন (১৬)। সে উপজেলার উপাদি উত্তর ইউনিয়নের ডিঙাভাঙা গ্রামের হতদরিদ্র নাছির উদ্দীন মিয়াজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রো জানা গেছে, শনিবার সকালে খাদেরগাঁও ইউনিয়নের বেলতী গ্রামের খালেরপাড় ওই অটোবাইক চালকের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
তার পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি পরা অবস্থায় ছিল। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।প্রত্যক্ষদর্শী মামুন তালুকদার বলেন,তার অটোবাইকটি নওগাঁও গ্রামের পাঠান বাড়ির সামনে পড়ে থাকতে দেখা যায়।তবে অটোবাইকের ব্যাটারীগুলো নিয়ে যায় দুষ্কৃতকারীরা।

নিহতের পিতা নাছির উদ্দীন মিয়াজি বলেন, গতকাল (শুক্রবার) বিকেল তিনটার দিকে একটা ফোন পেয়ে আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যায়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় আশপাশে খোজাখুজি শুরু করেন।রাতে বহুবার মোবাইলে ফোন দেয়ার পর ফোনটি বন্ধ থাকায় দুঃচিন্তায় পড়ে যায় এবং রাতেই বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে বাড়ী চলে যায়।। আজ সকালে ভাংগারপাড় এলাকায় এলে লোকজনের মুখে শুনতে পাই বেলতী গ্রামে একটি লাশ পাওয়া গেছে । সেখানে গিয়ে দেখতে পায় অজ্ঞাত লাশটি তার ছেলের। দুই ভাই এক বোনের মধ্যে নিহত মাইনউদ্দিনই বড়। সে অটোরিকশা চালিয়ে সংসার ও ভাই বোনের লেখাপড়ার খরচ চালাতেন।
ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত কুমার রায়, সহকারী পুলিশ সুপার(মতলব সার্কেল) খায়রুল কবির।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে অটোবাইকে করে যাত্রী সেজে দুষ্কৃতকারীরা নির্জন কোন স্থানে নিয়ে তাকে হত্যা করে তার লাশ ফেলে ব্যাটারিগুলো নিয়ে গেছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,৩০ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur