চাঁদপুর

মতলবে অটোবাইক উল্টে ব্যবসায়ী নিহত

চাঁদপুরে মতলব উপজেলায় নিয়ন্ত্রন হারিয়ে ছাগলসহ অটোবাইক উল্টে পড়ে খোরশেদ আলম বেপারী নামের এক ব্যবসায়ীর করুন মৃত্যু হয়েছে।

বুধবার(১১ ডিসেম্বর) ভোর ৬ টায় ওই উপজেলার বাগান বাড়ি নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অটোবাইকের চালক গুরুতর আহত হয়ে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

নিহত ব্যবসায়ী চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের লোধের গাঁও গ্রামের মৃত হারুন অর রশিদ বেপারীর ছেলে।

নিহতের জ্যাঠাতো ভাই তুহিন বেপারী জানান, খোরশেদ আলম একজন ব্যবসায়ী। তিনি বিভিন্ন স্থান থেকে গরু, ছাগল ক্রয় করে সেগুলো বিক্রি করে ব্যবসা করে থাকেন। বুধবার ভোর রাতে সে মহমায়া থেকে একটি অটোবাইকে করে ৭ টি ছাগল নিয়ে মতলব উপজেলার চিড়ার চড়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। অটোবাইকটি উপজেলার বাগান বাড়ি নামক স্থানে গেলে হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যায়।

এতে করে ব্যবসায়ী খোরশেদ আলম ও অজ্ঞাত নামা চালক গুরুতর আহত হয়। সকালে প্রত্যক্ষদর্শীরা তাদেরকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে দু’জনকে উদ্ধার করে মতলব স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে খোরশেদ আলমের অবস্থা আশংকাজনক দেখে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। তাকে হাসপাতালে আনা হলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করে।

খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এস আই পলাশ বড়ুয়া লাশের সুরুতহাল তৈরি করে লাশ পোষ্টমটেমের জন্যে মর্গে পাঠায়।

প্রতিবেদক:কবির হোসেন মিজি

Share