চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চরনিলক্ষী এলাকা থেকে অজ্ঞাতনামা (বয়স আনুমানিক ৫৫ বছর) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
২২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে চরনিলক্ষী গ্রামের শাহজাহান প্রধানের চা দোকানের সামনে থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩/৪ দিন যাবৎ অসুস্থ অবস্থায় ঘুরাঘুরি করতে দেখে ওই লোকটিকে। চলাফেরা এবং দেখতে ভিক্ষুক প্রকৃতির মত ছিল। স্থানীয় লোকজন তাকে খাবার দিলেও খায়নি সে।
তার নাম-ঠিকানা জিজ্ঞাসাবাদ করলে কিছুই বলতে পারেনি। চরনিলক্ষী গ্রামের মোঃ শাহজাহান প্রধান এর চা-নাস্তার দোকানের সামনে বৃহস্পতিবার সকালে ওই লোকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে মতলব দক্ষিণ থানা পুলিশকে সংবাদ দেয় এলাকাবাসী।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন,লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চাঁদপুর এর মর্গে প্রেরণ করা হয়। এখন পর্যন্ত অজ্ঞাতনামা লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয় নাই।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক
২৩ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur