চাঁদপুর মতলব দক্ষিণে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলার দক্ষিণ ঘোড়াধারী গ্রামের তালতলা এলাকায় একটি পুকুরের পানি থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়,আনুমানিক ২৫-৩০ বছর বয়সী অজ্ঞাতনামা ওই নারী আজ ভোরে উপজেলার দক্ষিণ ঘোড়াধারী গ্রামের একটি মুরগির খামারে কাছে আসেন। খামারটির চারদিকে পাতা জালের সঙ্গে বৈদ্যুতিক তারও পেঁচানো। শিয়াল থেকে খামারের মুরগি রক্ষায় ওই তার পেঁচানো হয়।
আজ ভোরে ওই নারী সেখানে এসে বাঁ হাত দিয়ে ওই তার স্পর্শ করলে তাঁর সমস্থ শরীর বিদ্যুতায়িত হয় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি থানায় জানালে মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ কয়েকজন পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যান এবং পুকুরের পানি থেকে ওই নারীর ভাসমান লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ওসি স্বপন কুমার আইচ বলেন, ময়নাতদন্তের জন্য অজ্ঞাতনামা নারীর লাশটি চাঁদপুর ৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
ওসি আরও বলেন, ওই নারীর নাম-পরিচয় জানা যায়নি। পরিহিত কাপড়-চোপড় দেখে মনে হয়েছে,তিনি অস্বাভাবিক প্রকৃতির ছিলেন।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৫ জুলাই ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur