Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের শিক্ষক মোসলেম মিয়ার মৃত্যু
Shok

মতলবের শিক্ষক মোসলেম মিয়ার মৃত্যু

চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার কাচিয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোসলেম মিয়া আর বেঁচে নেই (ইন্নালিল্লাহে….রাজেউন)। তিনি সোমবার ভোর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। তাঁর মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও নিজ গ্রামের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতে ঘুমের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

ওই দিন পৃথক তিনটি জানাজা শেষে মরহুমের লাশ কচুয়ার বেরকোটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গত, মরহুম মোসলেম মিয়া কর্মজীবনের শুরুতে স্থানীয় পত্রিকায় বেশ ক’বছর সাংবাদিকতাও করেছিলেন।

জিসান আহমেদ নান্নু

 

|| আপডেট: ০৬:২৪ পিএম,২০ অক্টোবর ২০১৫,মঙ্গলবার

 এমআরআর