Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবের বিএনপির ১১ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণ
চাঁদপুর জেলা কারাগার
জেলা কারাগার ফাইল ছবি

মতলবের বিএনপির ১১ নেতা-কর্মীকে জেলহাজতে প্রেরণ

পুরোনো মামলায় মতলব দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত।

২৬ আগস্ট বুধবার চাঁদপুর জেলা দায়রা জর্জ আদালত বিএনপি ও ছাত্রদলের ১১ নেতাকর্মী জামিন চাইলে তাদের জামিন না মমঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন আদালত।

তারা হলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঃ মজিদ তালুকদার। এছাড়া যুবদল ও ছাত্রদলের মধ্য রয়েছে-জিয়াউল মাওলা কচি,মনির হোসেন ঢালী,শাহাদাত হোসেন বাবলু,ইসমাইল, কাউসার আলম,আঃ কাইউম,ফখরুল ইসলাম,রাকিব হোসেন,রাজীব প্রধান,মাহবুবুর রহমান।

জানা যায়,বিগত ২০১৮ সালে মতলব দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি করা হয়।জিআর নং ১৪। তারা প্রত্যেকেই হাইকোর্ট থেকে জামিন নিয়ে চাঁদপুর নিন্ম আদালতে আজ জামিন চাইতে গেলে আদালত তাদেরকে জামিন মঞ্জুর না করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২৬ আগস্ট ২০২০