ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা-গাজীপুর সড়কের পাশ থেকে মো. আব্বাস (৪৮) নামে ইট ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আব্বাস পৌর এলাকার চরবসন্ত গ্রামের মিজি বাড়ির বাসিন্দা।
সোমবার (৭ জানুয়ারি) ভোরে ওই স্থানে একটি বাইসাইকেলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কাছে গিয়ে ওই ব্যাক্তি পরিচিত জেনে পরিবারের লোকদেরকে সংবাদ দেয়।
আব্বাসের স্বজনরা জানান রোববার সকালে তিনি বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হন। তিনি উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের বলিয়ারপুর একটি ইটভাটায় কাজ করতেন। রাতে বাড়িতে ফেরার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, মৃত্যু নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আব্বাসকে দুপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
করেসপন্ডেন্ট
৭ জানুয়ারি, ২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur