খেলাধুলা

মতলবের ধনাগোদা নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

চাঁদপুরসহ সারা গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা নৌকাবাইচ প্রতিযোগিতা রোববার (৯ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের মতলবের ধনাগোদা নদীতে অনুষ্ঠিত হয়েছে। মতলব খেয়াঘাট নৌকা শ্রমিক সমিতির উদ্যোগে আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রিয় আওয়ামী লীগ নেতা সাজেদুল হোসেন চৌধুরী দিপু।

চাঁদপুর জেলা পরিষদের সদস্য মো.আল আমিন ফরাজীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক হোসাইন মুহাম্মদ কচির সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার মো.শাহিদুল ইসলাম ।

আরো বক্তব্য দেন উপজেলা আ’লীগের সভাপতি এএইচএম গিয়াস উদ্দিন, স্বর্ণপ্রদক প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সামছুল হক চৌধুরী বাবুল, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান চৌধুরী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিএইচ কবির আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, মতলব উত্তর ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, নৌকা শ্রমিক সমিতির সভাপতি করিম আলী ফরাজী, সাধারণ সম্পাদক রিপন ফরাজীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এবারের প্রতিযোগিতায় ১২টি দল অংশগ্রহণ করে। এতে বিজয়ী হয় খোরশেদ আলমের আর্জেন্টিনা দল। নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করার জন্যে মতলব বাজারের ধনাগোদা নদীর দু’পাড়ে হাজার হাজার দর্শকের ঢল নামে। প্রতিযোগিতায় দ্বিতীয় হন শাহ আলমের ইংল্যান্ড দল এবং যৌথভাবে তৃতীয় হন আমিন ও শাহ আলম প্রধানের দল।

প্রতিবেদক : খান মো.কামাল
আপডেট,বাংলাদেশ সময় ৮:৪৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৮, সোমবার
এজি

Share