মতলবের কৃতিসন্তান মনির হোসেন পাঠান সওজ’র প্রধান প্রকৌশলী

মতলবের কৃতি সন্তান ও মতলবগঞ্জ জে বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী ছাত্র এ কে এম মনির হোসেন পাঠান সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) প্রধান প্রকৌশলী হিসেবে পদায়িত হয়েছেন।

১২ ফেব্রুয়ারি শনিবার সওজের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন ও সংস্থাপন) মো. আমানউল্লাহ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সড়ক ও জনপথ অধিদপ্তরের গ্রেডেশন তালিকার জ্যেষ্ঠতম প্রকৌশলীকে প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগের আদেশ জারি করা হয়।

জানা যায়, বাংলাদেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে ২০১৭ সালে সরকার জাতীয় শুদ্ধাচার নাতিমালা প্রনয়ন করা হয়। সড়ক ও জনপথ অধিদপ্তরের জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনার অন্তভর্‚ক্ত শুদ্ধাচার চর্চার জন্য তাকে ২০১৯-২০২০ বছরে ‘ শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা অনুযায়ী’ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

তিনি মতলব দক্ষিণ উপজেলার নওগাঁ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ পাঠানের বড় ছেলে। তিন ভাই দুই বোনের মধ্যে সে সবার বড়। তিনি ১৯৭৮ সালে মতলব জেবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে (বোর্ড স্ট্যান্ড) এসএসসি পাশ করেন। ১৯৮০ সালে ঢাকা কলেজ এইচএসসি ও ১৯৮৬ ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে। পরে ১৯৮৭সালে সহকারী প্রকৌশলী হিসেবে কুমিল্লায় যোগদান করেন।

সওজের নতুন প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান বলেন, আমি মহান আল্লাহ তায়লার কাছে শোকরিয়া আদায় করেন এবং তাঁর উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলেল সহযোগিতা কামনা করেছেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১৩ ফেব্রুয়ারি ২০২২

Share