চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মোঃ কামরুল আহসান বিপিএম (বার)-কে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের প্রধান করা হয়েছে।
বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হলো তাকে ।
রোববার ৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে সিলেট রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হিসেবে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। কামরুল আহসান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পরবর্তীতে সুনামের সাথে দায়িত্ব পালন করছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে।
বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত আইজিপি মোঃ কামরুল আহসান বিপিএম (বার) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের ইমামপুর গ্রামের কৃতিসন্তান।
প্রতিবেদক:কামাল হোসেন খান,৩ মে ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur